মারাত্মক যৌনরোগ সিফিলিস
বিশ্বজুড়েসব যৌনরোগের শীর্ষে যে রোগটি সে রোগটিরই নাম সম্ভবত সিফিলিসি। এটাকে কেউকেউ উপদংশ রোগও বলে থাকেন। তবে যৌনরোগের তালিকায় এইডস রোগটি সংযুক্ত হওয়ারপর থেকে সিফিলিসের গুরুত্ব কিছুটা যেন কমে গেছে। সে যাই হোক, এটি একটিজীবাণুজনিত রোগ। যে জীবাণু দিয়ে এ রোগটি হয় তার নাম ট্রিপোনেমা প্যালিডাম। এজীবাণুগুলো হালকা, সরু, লম্বা ছিপির স্কুর জর মতো প্যাঁচানো থাকে, যালম্বায় ৬ থেকে ১৫ (গামা)। গরম এবং স্যাঁতসেঁতে জায়গায় এরা বসবাস করতেভালোবাসে। ফলে মুখ, পায়ুপথ এবং যৌনাঙ্গকে এরা সহজেই বেছে নেয়।...
Posted Under : Health Tips
Viewed#: 700
See details.

